ক্রমিক | নাম | কিভাবে যাওয়া যায় | অবস্থান |
১ | দর্শনীয় স্থান | ১. ফুল রাজ্য পানিসারা গ্রামে যাওয়ার জন্য, ঝিকরগাছা থেকে গদখালী পর্যন্ত বাস/সিএনজি তে যাওয়া যায়। ভাড়া ০৫/১০ টাকা। তারপর গদখালী বাজার থেকে ২ কিঃমি দক্ষিন দিকে ভ্যানে আসতে হবে, ভ্যান ভাড়া ১০ টাকা। ২. রঙ্গীন মাছের ফার্মে যাওয়ার জন্য, ঝিকরগাছা থেকে বাকড়ার বাস/সিএনজি/মোটর সাইকেলে নারাঙ্গালী মোড় পর্যন্ত আসতে হবে, ভাড়া ১০/১৫/৫০ টাকা। তারপর নারাঙ্গালী মোড় থেকে বর্নি বাজার। বর্নি বাজার থেকে দক্ষিনে ১/১.৫ কিঃ মিঃ ভিতরে ডুকে সালমান সরদারের রঙ্গীন মাছের ফার্ম বললে যে কেউ দেখিয়ে দিবে। |