Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

দেশের ৪১২টি উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস রয়েছে। এই কার্যালয়টি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত।
১ম পর্যায়ের ১৩৬টি কার্যালয়ে জনবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ১জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ২জন এবং ২য় পর্যায়ের ২৬০টি কার্যালয়ের জনবল উপজেলা কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ১জন। নিকার অনুমোদিত ১৬টি উপজেলার জনবল কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন।
দপ্তর প্রধানের পদবীঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
কার্যক্রমঃ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো-ভিজিডি কর্মসূচী (দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলাদের মধ্যে ৩০কেজি চাল/গম বিতরণ), দরিদ্র মা’র জন্য ৩৫০/- মাতৃত্বকালীন ভাতা হারে বিতরণ, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিযোগ গ্রহণ ও মিমাংসাকরণ, স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা সৃষ্টির জন্য উঠান বৈঠক। দুঃস্থ ও দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেডে (সেলাই, ব্লক বাটিক, হাস-মুরগী পালন) প্রশিক্ষণ প্রদান, শিশু অধিকার পরিবীক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও পরিচালনা সর্বোপরি নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সচেতনতার জন্য বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ঝিকরগাছা, যশোর এর সেবা সমূহঃ

ক্রঃনং

প্রদেয় সেবার বিবরণ

সেবা প্রদান সংশ্লিষ্ট কাগজপত্র ও ফিস

সংশ্লিষ্ট আইন

সেবার মানদন্ড

সেবা গ্রহীতা

বাস্তবায়নকারী

দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) মাসিক ৩০ কেজি হারে খাদ্য সহায়তা ও প্রশিক্ষণ প্রদান (২ বছর মেয়াদী)

জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি,২ কপি ছবি।ভিজিডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যায়।

ভিজিডি বাস্তবায়ন নির্দেশিকা

ভিজিডি চক্র শুরুর অন্তত ৪মাস আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসারে

বিধবা,স্বামী পরিত্যাক্তা,অসহায় ও দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম

নির্ধারিত আবেদন ফরম,জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি,চুক্তিপত্র,২ কপি ছবি। অনলাইনে আবেদন করা যায়

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা

নীতিমালা অনুসারে

নীতিমালা অনুসারে

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রম। উপকারভোগীদের মাঝে মাসিক ৩৫০/= হারে ভাতা প্রদান (২ বছর মেয়াদী)

নির্ধারিত আবেদন ফরম,২কপি ছবি,জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের ফটোকপি,ডাক্তারী সনদ, ভাতা পরিশোধ বহি। অনলাইনে আবেদন করা যায়

দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর বাস্তবায়ন নীতিমালা অনুসারে।

বরাদ্দ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে

নীতিমালা অনুসারে

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন প্রদান

ক ফরমে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধন ফি-১০০০/= কোর্ড নং ১৩০২১-০০০-২৬৮১

নিবন্ধনের জন্য আবেদনের কাগজপত্র জমাদানের ৩০ দিনের মধ্যে

১৯৬১ সালের       স্বেচ্ছাসেবী  সমাজকল্যাণ  সংস্থা সমূহ (রেজিঃ ও নিয়ন্ত্রন-১৯৬১ সালের ৪৬ নং অধ্যাদেশ))

১৮  বছরের উর্দ্বে সকল শ্রেনীর নারী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

অনুদান প্রদানে সহায়তা ও বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদান স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের মাঝে বিতরণ

নির্ধারিত ফরমে আবেদন করা, নবায়ন ফিস৩০০/=

স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদান বিতরণ নীতিমালা-২০১১

১)সাধারণ অনুদান২)বিশেষ অনুদান৩)স্বেচ্ছাধীন অনুদান। আগষ্ট মাসে জাতীয় দৈনিক পত্রিকার বিঞ্জপ্তি অনুযায়ী আবেদন করতে হয়।

মবিঅ কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহকে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ থেকে অনুদান প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ ১)উঠান বৈঠক ২)স্কুলে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ৩) তথ্যচিত্র প্রদর্শন ৪) জারীগান

৫) পটসংগীত,সভা , সমাবেশ,রালী,আন্তর্জাতিক নারী দিবস,রোকেয়া দিবস,নারী নির্যাতন পক্ষ উদযাপন

বিনা মূল্যে

মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা

প্রতিমাসে ইউনিয়ন পরিষদ সমূহে তথ্য চিত্র প্রদর্শন, বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক,জারী/পটসংগীত, স্কুলে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, র‌্যালীও সমাবেশ, বিভিন্ন দিবস পালন।

গ্রামের তৃণমূল পর্যায়ের সকলল শ্রেনীর নারী/পুরুষ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

বাল্য বিবাহ প্রতিরোধ

বিনা মূল্যে

বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী

সংবাদ পাওয়া মাত্রই তাতক্ষনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়।

১৮ বছরের নীচের মেয়ে শিশু

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি

অভিযোগকারীর নিকট থেকে আবেদন প্রাপ্তি সাপেক্ষে। বিনা মূল্যে

কমিটির সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও আইনগত সহায়তা প্রদান

নির্যাতিতার আবেদন অনুসারে

নির্যাতিতা অসহায় দুঃস্থ সকল শ্রেনীর নারী ও শিশু

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

নির্যাতিত নারী ও শিশু সাহায্য তহবিল

আবেদন প্রাপ্তি সাপেক্ষে। বিনা মূল্যে

কমিটির সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে

অসহায় দুঃস্থ সকল শ্রেনীর নারী ও শিশু

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

১০

পারিবারিক সহিংসতা ( প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০

আবেদন প্রাপ্তি সাপেক্ষে। বিনা মূল্যে

 

পারিবারিক সহিংসতা ( প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০

নির্যাতিতার আবেদন ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী

পারিবারিক সহিংসতার শিকার নারী ও শিশু

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা