Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পানিসারা ইউনিয়ন

 

 

কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে ১৬টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত পানিসারা ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

১) নাম-৫নং পানিসারা ইউনিয়ন পরিষদ।

২) আয়তন-২৪.৫১ বর্গ কি:মি:।

৩) লোকসংখ্যা: ১৩,৫২৬জন।

৪) গ্রামের সংখ্যা: ১৬টি।

৫) মৌজার সংখ্যা: ১৬টি।

৬) হাট/বাজারের সংখ্যা-৩টি।

৭) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে।

৮) শিক্ষার হার: ৫০%(২০১১ সালের আদমশুমারী অনুসারে)।

৯) কলেজের সংখ্যাঃ ০১ টি।

১০) মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৩ টি।

১১) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০১টি।

১২) মাদ্রাসার সংখ্যাঃ ০৪টি।

১৩) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৫টি।

১৪) রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ঃ ০৪টি। 

১৫) স্বাস্থ্য ক্লিনিকঃ ০১টি এবং স্বাস্থ্য উপকেন্দ্র-০৩টি। 

১৬) পোষ্ট অফিসঃ ০১টি।

১৭) ব্লকের সংখ্যাঃ ০৩টি।

১৮) মসজিদের সংখ্যাঃ ৪০টি।

১৯) মন্দিরের সংখ্যাঃ ০৪টি।

২০) গীর্জার সংখ্যাঃ ০১টি।

২১) আশ্রমের সংখ্যাঃ নাই।

২২) কবরস্থানের সংখ্যাঃ ৮০০ (পারিবারিক)।

২৩) ক্লাবের সংখ্যাঃ ০৬টি।

২৪) এন জি ও’র সংখ্যাঃ নাই।

২৫) হাঁস-মুরগীর খামারের সংখ্যাঃ ০২টি।

২৬) গবাদি পশু খামারের সংখ্যাঃ ০২টি।

২৭) প্রত্নতত্ত্ব / ঐতিহাসিক স্থানের নামঃ ফকির টিকা

২৮) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৮ইং

২৯) নবগঠিত পরিষদের বিবরণ:

                             শপথ গ্রহনের তারিখ:১০-৮-২০১১

                             প্রথম সভার তারিখ: ১৭-০৮-২০১১

                             মেয়াদ উত্তীর্নের তারিখ: ০৯-০৮-২০১৬

৩০) গ্রাম সমূহের নামঃ    পানিসারা, গাবুরাপুর, কুলিয়া, কৃষ্ণচন্দ্রপুর, নারাঙ্গালী, রঘুনাথনগর, বর্ণি, সৈয়দপাড়া, চাপাতলা, টাওরা, নীলকন্ঠনগর, পুরুনন্দপুর, কাউরিয়া, রাজাপুর, মহিনীকাটি, বেজিয়াতলা।

৩১) ইউনিয়ন পরিষদের জনবল

      নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

       ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

        ইউনিয় গ্রাম পুলিশ   : ১০ জন